ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও বিচার শেষ হবে না: বুলু

প্রকাশিত: ০২:০৭, ১ মার্চ ২০২৫

হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও বিচার শেষ হবে না: বুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে শেখ হাসিনা বাঙালি জাতির সঙ্গে বেঈমানি করেছেন। তিনি অভিযোগ করেন যে, হাসিনা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা এবং গুম করেছেন, এবং ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছেন। বুলু দাবি করেন, হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে, এবং ৩১ বার ফাঁসি দিলেও তার বিচার শেষ হবে না।

শুক্রবার কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বুলু বলেন, শেখ মুজিব পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং জিয়াউর রহমান ২৬ মার্চ বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন।

বুলু চ্যালেঞ্জ করেন, যদি শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ দিতে পারেন, তবে তিনি রাজনীতি ছাড়বেন।সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১০ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং সম্মেলনটি উৎসাহ উদ্দীপনায় পূর্ণ ছিল।
 

আফরোজা

×