ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ

পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র বা ক্ষমতালোভী রাজনীতির কোনো স্থান থাকবে না : নাহিদ ইসলাম

প্রকাশিত: ০১:৩১, ১ মার্চ ২০২৫; আপডেট: ০১:৩২, ১ মার্চ ২০২৫

পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র বা ক্ষমতালোভী রাজনীতির কোনো স্থান থাকবে না : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ দেড় দশক ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নতুন এক রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিয়েছে ছাত্র-জনতার এই বিপ্লব।

এই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম মনে করেন, এটি শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, বরং রাষ্ট্রের ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করার জন্য একটি গণজাগরণ ছিল।

সেই লক্ষ্যে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), যার আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার বদলের জন্য ছিল না।”

তিনি আরও বলেন, “জনগণ রাষ্ট্রের গভীরে প্রোথিত ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলোপ করতে চেয়েছিল। তারা এমন একটি নতুন রাষ্ট্র চায় যেখানে জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টির ঘোষণা দিচ্ছি।”

‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূলনীতি ও লক্ষ্য’

নাহিদ ইসলাম জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক এবং জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। তিনি বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র বা ক্ষমতালোভী রাজনীতির কোনো স্থান থাকবে না।”

‘দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার আহ্বান’

জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম মনে করেন, জুলাই ২০২৪-এর অভ্যুত্থান বাংলাদেশের দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা করেছে। তিনি বলেন, “একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনাকে চিরতরে বন্ধ করতে হবে।”

নাহিদ ইসলাম ও তার দল বিশ্বাস করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর স্বৈরতন্ত্র, দমন-পীড়ন বা পরিবারতান্ত্রিক দখলদারিত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জনগণের প্রকৃত অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

‘নতুন রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ’

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপি পরিবারতন্ত্র ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে।

নাহিদ ইসলাম তার ভাষণে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা দখল নয়, বরং জনগণের অধিকার ও মর্যাদাভিত্তিক একটি নতুন রাষ্ট্র গঠন। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

এনসিপির আত্মপ্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি হলো, যা জনগণের প্রত্যাশাকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করবে।

মো. মহিউদ্দিন

×