ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না: নাহিদ

প্রকাশিত: ০১:১৬, ১ মার্চ ২০২৫

বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না: নাহিদ

ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।


নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল- ‘তুমি কে? আমি কে? বিকল্প! বিকল্প!’ আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।"


তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণকে দুর্বল করতে এবং রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র জুলাই গণঅভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে আমরা ভেঙে দিয়েছি। আজকের এই মঞ্চ থেকে আমরা শপথ করছি-,বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না।"


নাহিদ ইসলাম আরও বলেন, "জুলাই ২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা ঘোষণা করছি-আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি।"


তিনি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে বলেন, "প্রায় ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিন্তু শোষণ ও বৈষম্য থেকে মুক্তি মেলেনি। ২৩ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।"


নাহিদ ইসলাম বলেন, “স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। ১৯৯০ সালে ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচার হটিয়েছিল। তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারিনি।”


তিনি উল্লেখ করেন, "গত ১৫ বছরে দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও অর্থপাচার রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছিল।"


নাহিদ ইসলাম বলেন, “জুলাই ২০২৪-এ ছাত্রজনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে-হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি।”


তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, "আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করব।"

আফরোজা

×