ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

চালের কেজি ১০০ হলেও তাদের কিছু যায় আসে না, আমাদের ভাবতে হয়: রুমিন ফারহানা

প্রকাশিত: ০০:৪৫, ১ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৩৮, ১ মার্চ ২০২৫

চালের কেজি ১০০ হলেও তাদের কিছু যায় আসে না, আমাদের ভাবতে হয়: রুমিন ফারহানা

সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘চালের কেজি ১০০টাকা হলেও তাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের তা ভাবতে হয়। জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাদের আর ভোট দেবে না।এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা নির্বাচনে দাঁড়াবেও না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা ইউনিয়নের কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা নির্বাচনে দাঁড়াবেও না। চালের কেজি ১০০টাকা হলেও তাদের কিছু যায় আসে না কিন্তু আমাদের তা ভাবতে হয়। জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাদের আর ভোট দেবেন না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার।’

রুমিন ফারহানা বলেন, ‘এ দেশের মানুষ হবে দেশের মালিক, এই মালিকানা তাদের হাত থেকে কেড়ে নেয়ায় চেষ্টা করবেন না। এর ফল কিন্তু ভালো হয় না।’

 

সূত্রঃ https://youtu.be/gisyqjItGtc?si=AzkcE-LDzC94oY7S

রিফাত

×