ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দক্ষিণাঞ্চলের যেসব জেলায় গণসংযোগে নামছেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ২৩:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণাঞ্চলের যেসব জেলায় গণসংযোগে নামছেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা বিভাগের নির্দিষ্ট কিছু এলাকায় ফ্যাসিবাদবিরোধী ও বাংলাদেশপন্থী ছাত্রজনতার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুকে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা বাংলাদেশের আপামর ছাত্রজনতার দ্বারে দ্বারে পৌঁছাতে চাই, তাদের সংগ্রামের বীরত্বগাঁথা শুনতে চাই। কামার, কুমোর, কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ সমাজের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গ করা শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত। জুলাই আমাদেরকে নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, এবার সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করব।”

এম.কে.

×