ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দলের উপর অনেক প্রত্যাশা সাধারণ মানুষের

প্রকাশিত: ২৩:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দলের উপর অনেক প্রত্যাশা সাধারণ মানুষের

ছবি: সংগৃহীত

৫ আগস্ট ২০২৪, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পালিয়ে গেছে স্বৈরাচার। তখনও শেষ হয়নি বর্বরতা। স্বৈরাচারের দোষরদের গুলিতে ঝাঁজরা হয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফের বুক। ভাইয়ের সেই গৌরবের আত্মত্যাগের স্মৃতি আঁকড়ে ইতিহাসের সাক্ষী হতে আহনাফের বোনের গন্তব্য মানিক মিয়া এভিনিউ।

তিনি বলেন, "শহীদ ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার, আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন এটাই প্রত্যাশা, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল।"

স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে শামিল হন আহনাফের বোনের মত শহীদ পরিবারের অনেক সদস্য।

আরেকজন বলেন, "আমার মনের যে দুঃখ-কষ্ট, আমাদের এই সবকিছু মিলিয়ে তাদের উপর অনেক বড় দায়িত্ব আমি মনে করি।"

জনগণের প্রত্যাশা এই দেশ একটা মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক, দেশে একটা ভারসাম্যতা তৈরি হোক। রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষকে সুস্থ, শান্তি উপহার দিবে। 

আবীর

×