ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নতুন দল গঠনে সরকারের মদদ থাকলে নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হবে:বিএনপি

প্রকাশিত: ২২:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দল গঠনে সরকারের মদদ থাকলে নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হবে:বিএনপি

রাজনৈতিক অঙ্গনে নতুন দলের আগমনকে বিএনপি জামাতসহ বিভিন্ন সংগঠন স্বাগত জানিয়েছে। তবে অনেকেই মন্তব্য করছেন, "নতুন দল গঠনে যদি সরকারের মদদ থাকে, তবে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।" বিএনপি বলছে, ভোটের মাঠ এবং জনতার চিন্তা-ভাবনায় "ছাত্রদের এই দলকে খাটো করে দেখা যাবে না।" অন্যদিকে, বামপন্থী দলগুলো মনে করছে, সাধারণ মানুষের সমর্থন পেতে "এনসিপি-র জন্য জোট ছাড়া খুব একটা সুবিধা হবে না।"

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘিরে জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল তিন থেকে চার লাখ মানুষের। এই নতুন দলটি নিয়ে সবার মধ্যে ছিল বিপুল আগ্রহ এবং প্রত্যাশা। ঘোষণা দিয়ে আত্মপ্রকাশের পর, ছাত্রদের এই দল নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ছিল একেকরকম।

সিপিবি বলছে, "যদি তারা কোন জোটের রাজনীতিতে আসে, তাহলে হয়তবা জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা ভূমিকা রাখতে পারবে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এই ধরনের কোন ধারার সাথে যদি কোন কর্মসূচি ভিত্তিক ধারায় মেলে তারা যাবে কি যাবে না? যদি যায় তাহলে আমার ধারণা ভোটের ফলাফল এ এক রকম হবে।"

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেন, "জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটি আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনা সংহত করবে।"

তবে বিএনপি বলছে, সরকারের মদদপুষ্ট হয়ে যদি নতুন দলটি কাজ শুরু করে, তবে "আগামী নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "যদি সরকারের মদদ যদি প্রমাণিত হয় তাহলে তো যে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মানুষ জীবন দিয়েছে। এক বিএনপির কত মানুষ জীবন দিয়েছেন। তো তাহলে তো এটা ব্যাহত হবে।"

তিনি আরো বলেন, "যে দলই আমাদের সাথে কন্টেস্ট করবে কাউকে আমরা খাটো করে দেখবো না। সবাইকে আমরা মনে করব যে প্রতিদ্বন্দী। আওয়ামী লীগ নাই দেখে কেউ বড় প্রতিদ্বন্দী হবে না এটা আমরা ভাবি না এবং এটা আমাদের রাজনীতিও না।"

দেশের স্বার্থে ইতিবাচক রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সমৃদ্ধ করার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি-সহ অন্যান্য দলগুলোর নেতাদের।

 

সূত্র:https://tinyurl.com/fet8a2y2

আফরোজা

×