ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার

প্রকাশিত: ২২:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার

তাসনিম জারা

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (জানপা) আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলটির নেতারা বলেছেন, তারা এমন এক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান যেখানে ক্ষমতা ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, বরং জনগণের হাতে ফিরে যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদে কারা যাবে তা নির্ধারণ করবে জনগণ, কোনো পরিবারতন্ত্রের সুযোগ থাকবে না। যোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব আসবে এবং নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, আগামীর বাংলাদেশ হবে প্রকৃত গণতন্ত্রের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা তাসনিম জারা বলেন, "আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে।" তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

নেতারা আরও বলেন, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে "সব দলই এক"—এমন অভিযোগ থাকবে না। রাজনীতি হবে জনগণের কল্যাণে, বিশেষ কোনো গোষ্ঠী বা পরিবারের স্বার্থ রক্ষায় নয়। তারা প্রতিশ্রুতি দেন, বাংলাদেশ বদলাবে, জনগণের হাত ধরেই পরিবর্তন আসবে।

দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, "আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সবার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে, কারো ব্যবসার পণ্য হবে না।" নেতারা বিশ্বাস করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক ধারা পাবে, যা প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন ঘটাবে।

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=g9UMx2VOIWw

রাজু

×