ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি: ফারুক

প্রকাশিত: ২১:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি: ফারুক

গণঅধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দেশ পরিচালনার স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন দলটির নেতা ফারুক হাসান।

তিনি বলেন, "আমরা ২০২৮ সালের নির্বাচনে অংশ নিয়ে ইনশাআল্লাহ এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি। আগামী বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আজ থেকেই আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি—এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী—এই যুগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। ৫ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাজনীতিকে পরাজিত করেছি। আগামীতে যারা এমপি ও মন্ত্রী হবেন, তারা হবেন দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিরা।"

ফারুক আরও বলেন, "এমপি-মন্ত্রিত্ব কারও বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি নয়। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নেতৃত্ব আসবে মেধা ও সততার ভিত্তিতে, রক্তসূত্রের কারণে নয়।"

গণঅধিকার পরিষদের এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে দলটি নতুন পরিকল্পনা করছে।

সূত্র ঃ https://www.facebook.com/reel/1196038858619096

রাজু

×