ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বর্ধিত সভায় খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সাংবাদিক নাজমুল আশরাফের বিশ্লেষণ

প্রকাশিত: ২১:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বর্ধিত সভায় খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সাংবাদিক নাজমুল আশরাফের বিশ্লেষণ

আজকে বিএনপি বর্ধিত সভা করেছে,  সাত বছর পর বর্ধিত সভায় তিনজন শীর্ষনেতা বক্তব্য দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছেন,বিএনপি'র চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন,বিএনপির মহাসচিব  মীর্জা  ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন। বেগম জিয়ার যে ৬ মিনিটে ভিডিও বক্তব্য সেখানে অনেক বিষয় এসেছে তিনি সাবলীল ভাষায় বক্তব্য দিয়েছেন। উনার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে। তিনি হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসার বাংলাদেশ গড়তে আহ্বান জানিয়েছেন। আমি যদি মোটা দাগে বেগম খালেদা জিয়া আজকের বক্তব্য বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যায় এই বক্তব্যে?

সাংবাদিক নাজমুল আশরাফ বলন, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, দলীয় নেত্রী, অনেক বছর ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে আছেন। বিগত সময়ে একটা লম্বা সময় তিনি কারাগারে ছিলেন, অসুস্থ ছিলেন। এখন চিকিৎসার মাধ্যমে অনেকটাই সুস্থ হয়েছেন কারা মুক্ত হয়েছেন। তার বক্তৃতা আমার রিপোর্টিং লাইফে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাশাপাশি সাংবাদিক করি উনার বক্তৃতা কাভার করার সুযোগ হয়েছে। ১৬ বছর টানা আমি রিপোর্টার ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে উনার বক্তব্য আমি কাভার করেছি। সেটি ঘরোয়া অনুষ্ঠান হোক অথবা  সামাজিক অথবা বিরোধী দলীয় নেত্রী হিসেবে মোটাদাগে বলতে গেলে বেগম খালেদা জিয়া বক্তব্য অন্য অনেক নেতা নেত্রীর চেয়ে বেশ শালীন ভদ্রোচিত পারোতো পক্ষে তিনি কখনো রাজনীতিক প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাজে বক্তব্য দিয়েছেন এমন নজির নেই, তার সম্পর্কে দেশের মানুষের একটা  ধারণা আছে যে তিনি মার্জিত শালীন, উনি প্রতিপক্ষের ব্যাপারে অনেকটাই শ্রদ্ধাশীল।

বহু বছর থেকে আমরা তার রাজনৈতিক বক্তব্য বিবৃতি এগুলো শুনিনা। ৫ ই আগস্টের পর আমরা তার একটি ভিডিও বক্তব্য শুনেছিলাম যা প্রশংসনীয় হয়েছে। এত বছর থেকে তার উপর এবং দলের উপর যে  নির্যাতন হয়েছে তিনি তার বক্তব্যের মধ্যে আক্রোশ ক্ষোভ এগুলো ছিল না। এবং যথেষ্ট ইতিবাচক ছিল এবং ধারাবাহিকতায় বক্তব্যেও আমরা  তাই দেখি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=05s8rTYqLV0

সাজিদ

×