ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সিন্ডিকেটের বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি 

প্রকাশিত: ২১:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সিন্ডিকেটের বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি ।শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষিত দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় সিন্ডিকেটের বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ার করেন।তাঁর ঘোষণায় তিনি জানান, “আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠীস্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করবো।”


এছাড়া, তিনি আরও জানান,“আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠীস্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করবো। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করবো এবং বিজ্ঞান-প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই, আধুনিক অর্থনীতি গড়ে তুলবো।”


তিনি কেবল দেশে নয়, বরং আন্তর্জাতিক স্তরে দেশকে শক্তিশালী করার পরিকল্পনা করছেন। বিজ্ঞান ও প্রযুক্তির দিকে বিশেষ জোর দেওয়া হবে, যা বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে।


এই পদক্ষেপ শুধু সিন্ডিকেট ও গোষ্ঠীস্বার্থের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা নয়, বরং একটি টেকসই অর্থনীতির রূপরেখাও প্রদান করে। জাতীয় নাগরিক পার্টির এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তা দেশের আর্থিক খাতে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবে এবং জনগণের স্বার্থকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আফরোজা

×