ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

খুনি হাসিনার জন্য বোনের কাঁধে ভাইয়ের লাশ উঠেছিল

প্রকাশিত: ২০:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

খুনি হাসিনার জন্য বোনের কাঁধে ভাইয়ের লাশ উঠেছিল

ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ দেখা যায়। সেই দুই বোনের একজন মিম। আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে মিম বক্তব্য রাখেন।

মিম বলেন, "আপনাদের মনে হয় মনে আছে ৫ই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই দুই বোনের মধ্যে আমি এক বোন, মিম আক্তার।" ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। এই মর্মাহত ঘটনা ইতিহাসের পাতায় ঘটিয়ে গেছে খুনি হাসিনা। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন।"

মিম আরও বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম 'জাতীয় নাগরিক পার্টি'। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহবায়কের এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও সদস্য সচিব জুলাই গণভুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক, আহবায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন।"

আবীর

×