ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের কোনো পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি নেই: রনি

প্রকাশিত: ১৯:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদের কোনো পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি নেই: রনি

ছবি: সংগৃহীত।

পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি একটি টকশোতে মন্তব্য করেছেন যে, ‘‘প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের কোনো পলিটিক্যাল লিডারশিপ নেই।’’

তিনি আরও বলেন, ‘‘রাজনীতির যে পোর্টফোলিও এবং পোস্টগুলো রয়েছে, এখানে যারা থাকবেন, তাদের এক নম্বর যোগ্যতা হবে লিডারশিপ কোয়ালিটি। ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি, তারা জনগণের সঙ্গে ভাগাভাগি করে খাবেন, জনগণের রাজনীতি করবেন এবং জনগণের আশা ধারণ করবেন। একজন পলিটিশিয়ান সে যতই লেখাপড়া কম জানুক, যতই তাকে ঘৃণা করেন না কেন, সে তার একজন কর্মী নেতা বা জনগণ ভোটারকে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে, এর পেটে ভাত নেই, এর পকেটে টাকা আছে, আমি ওখান থেকে চাঁদা নিতে পারবো, আর আমার পকেট থেকে একে টাকা দিতে হবে। এই জিনিসটা রাজনীতিবিদরা বুঝেন। কিন্তু এখানে যারা আছেন, এদের কারোরই এই যোগ্যতাটা নেই। কোন পলিটিক্যাল লিডারশিপ নেই, এদের এই যে এখন যারা উপদেষ্টা মন্ডলী, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তিনি সহ, তাদের এই পলিটিক্যাল লিডারশিপ নেই।’’

রনি আরো বলেন, ‘‘দ্বিতীয়ত, এদের কারোর জীবনে কোন সংবিধানশীল কর্মকাণ্ড, মানবতার জন্য আত্মমানবতার জন্য, নিজের পকেটের পয়সা খরচ করে মানুষের জন্য কোনো কর্মকাণ্ড করেননি, যেটা রাজনীতিবিদরা করেন। দুপুরে খেতে বসে, অসহায় গ্রাম থেকে দরিদ্র মানুষ আসছে, তাকে নিয়ে খেতে বসছেন, এক টেবিলে। বা গ্রাম থেকে একটা লোক আসছে, দরিদ্র আত্মীয় তাকে বিছানার উপরে রেখেছেন। তারা যে ফ্লোরিং করছেন, ছেলেমেয়েকে শিখিয়েছেন, আমি এদের আসার আচরণে, এরা সবাই নব্য অভিজাত। এদের কারো আচরণে ওই জিনিসটা আমার কাছে মনে হয় না, যে এইরকম একটা মানবতামূলক ক্যারেক্টারিস্টিক তাদের রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘তিন নম্বরে, যেটা হলো, যে এদের কাউকেই দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, কুড বি মাই লিডার। আমি যে একজনকে নেতা বানাবো। একজন নেতা মানে কি? সে মাথার তাজ, মাথার মুকুট, সবাই মাথায় করে ঘুরে।’’

রনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘‘এদের সামনে আমি যে বলব, অমুকে আমার নেতা, আসিফ ভাই, নজরুল ভাই, ইউনুস ভাই জিন্দাবাদ, আমার এরকম মনে হয় না। এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমি যে এদের সামনে রেখে মাথার উপর বসিয়ে, আমি এদেরকে স্লোগান দেব, এদের নেতা মানবো, এমনটা মনে হয় না।’’

তিনি আরও মন্তব্য করেন, ‘‘এদের কি হবে, যদি ক্ষমতা ছেড়ে দেয়? শেখ হাসিনা তো দিল্লিতে চলে গেছে, তাকে পাঠানোর জন্য প্লেন ছিল, আবার দিল্লি থেকে আলাদা প্লেনে এসে তাকে রাজকীয় মেহমান হিসেবে নিয়ে গেছে। আমি যাব কই, আমি খাবো কি?’’

রনি এসময় বলেন, ‘‘এরা প্রথম দিকে জামাতের সঙ্গে খাতির করছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাদের অত খাতির নেই। বিএনপির সঙ্গে শত্রুতা নেই, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে বিএনপিকে এভয়েড করতে চাচ্ছে।’’

সূত্র: https://www.youtube.com/watch?v=JZS_qMBNezU&ab_channel=TritiyoMatra

নুসরাত

×