ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগ শেষ হয়ে গেছে: বদরুদ্দীন উমর

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ শেষ হয়ে গেছে: বদরুদ্দীন উমর

ছবি: সংগৃহীত

বর্ষীয়ান বামপন্থী রাজনীতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর জানিয়েছেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলন শুধুমাত্র কোটার বিরুদ্ধে ছিল না, বরং এটি ছিল ছাত্রলীগের দমননীতি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধের অংশ।

তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার ছাত্রলীগকে ব্যবহার করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দমননীতি চালু করেছিল। সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দমন করতে ছাত্রলীগকে গুন্ডাবাহিনীতে পরিণত করা হয়। সেই নির্যাতনের প্রতিরোধ হিসেবেই ছাত্রদের আন্দোলন ব্যাপক রূপ নেয়।"

তিনি আরও বলেন, "এই দমননীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আওয়ামী লীগের পতনের পর দেখা গেছে, শুধু শীর্ষ পর্যায়ের নেতাই নয়, বরং ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের নেতারাও দেশ ছেড়ে পালিয়েছেন। এর কারণ হাসিনা সরকারের অধীনে চালানো দীর্ঘমেয়াদী দমন-পীড়ন।"

তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, "বিশ্বের অন্যান্য দেশেও সরকার পতন হয়েছে, কিন্তু এমন পরিস্থিতি বিরল যেখানে শাসক দলের এত ব্যাপক জনসমর্থন হারিয়ে নেতাকর্মীদের দেশত্যাগ করতে হয়েছে।"

শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্থাপনায় হামলার প্রসঙ্গে উমর বলেন, "৫ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর শত শত মুজিব মূর্তি ভাঙা হয়েছিল, বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এটি কোনো সংগঠিত ঘটনা ছিল না, বরং জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।"

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, "এই সরকার অনির্বাচিত হলেও এটি সামরিক হস্তক্ষেপের বিকল্প হিসেবে এসেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও এটি কোনো বিপ্লবী সরকার নয়। তবে কিছু ভালো উদ্যোগ যেমন দুর্নীতি দমনে কমিশন গঠন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বা না হোক, জনগণের সমর্থন না থাকায় দলটি শেষ হয়ে গেছে। তবে ভারত সরকারের সহায়তায় তারা কিছুটা টিকে থাকার চেষ্টা করছে।"

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে উমর বলেন, "যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা উচিত, কারণ বর্তমান সরকার আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে নেই।"

ভিডিও দেখুন: https://youtu.be/u7qkwugCmTY?si=PwE8ag-d3j8dz7CE

এম.কে.

×