ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের রাজপথে: সারজিস

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ের রাজপথে: সারজিস

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস বলেছেন, “আমরা একবিংশ শতাব্দীতে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং এই সংগ্রাম অব্যাহত থাকবে।” মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১-এর পরে ২০২৪ সালে তারা একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছেন। “আমরা যারা ফ্যাসিস্টবিরোধী লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি, আজ আমরা সবাই একসাথে হয়েছি। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্য চাই,” বলেন সারজিস।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করুন, ঘুষ-দুর্নীতির পথ পরিহার করুন। পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে বর্তমান সরকার, সেটি ফিরিয়ে আনতে হবে। বিচারব্যবস্থা, প্রশাসনিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের রাজনৈতিক দলগুলো মিউচুয়াল রেস্পেক্ট বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করুক। ব্যক্তিস্বার্থ ত্যাগ করে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশ একটি অপ্রতিরোধ্য রাষ্ট্র হয়ে উঠবে।”

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো। আমরা লড়াইয়ের রাজপথে, সংগ্রামে অথবা বিজয়ে আপনাদের সাথে আবার দেখা করবো।”

সূত্রঃ https://www.youtube.com/watch?v=k7-M9LX6bGs

রাজু

×