ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নতুন দল ঘোষণা অনুষ্ঠানে যোগ দিলেন যেসব রাজনৈতিক নেতা, আমন্ত্রণ পেলেন না কারা?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দল ঘোষণা অনুষ্ঠানে যোগ দিলেন যেসব রাজনৈতিক নেতা, আমন্ত্রণ পেলেন না কারা?

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দলজাতীয় গণতান্ত্রিক পার্টিএর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন। আওয়ামী লীগ জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন দলের নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের নায়েবে আমীর আহমদ আলী কাশেমী, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন রাজী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিকল্পধারার নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

মঞ্চের সামনের দিকে তাদের জন্য নির্ধারণ করা আসনে তারা আসন গ্রহণ করেন। তবে আওয়ামী লীগ জাতীয় পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়নি। 

সূত্র: https://jamuna.tv/news/596956

এমটি

×