ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রকাশিত: ১৯:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার অঙ্গীকার

ছবি: সংগৃহীত।

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আজ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, "আমরা আজ শপথ নিতে চাই—বাংলাদেশকে কখনো বিভাজিত হতে দেব না। বাংলাদেশ-ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক মতাদর্শের এখানে ঠাঁই নেই। আমরা দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।"

তিনি আরও বলেন, "ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিত করব। পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই ও আধুনিক অর্থনীতি তৈরি করাই আমাদের লক্ষ্য।"

জাতীয় নাগরিক পার্টির নেতারা ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থান কেবল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ই নয়, এটি আমাদের ভবিষ্যৎ বিনির্মাণেরও শপথ। চলুন, আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায়বিচার ও মানবাধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, এবং সাম্য ও মানবিক মর্যাদাই হবে রাষ্ট্রের ভিত্তি।"

পরিশেষে, দলটির পক্ষ থেকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। নাহিদ ইসলাম বলেন, "আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ—সেকেন্ড রিপাবলিক কোনো অধরা স্বপ্ন নয়, এটি আমাদের প্রতিজ্ঞা। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার!"

সায়মা ইসলাম

×