ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সবাই যদি আমরা ভালো হতাম, তাহলে দেশটা সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৯:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সবাই যদি আমরা ভালো হতাম, তাহলে দেশটা সোনার বাংলা হয়ে যেতো: গিয়াসউদ্দিন

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “যে পরিমাণ মানুষ রাজনীতি করে সবাই যদি আমরা ভালো হতাম, তাহলে দেশটা সোনার বাংলা হয়ে যেতো। অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় দেশপ্রেম নেই, রাজনীতি করে শুধু কীভাবে অর্থ সম্পদ উপার্জন করবে, এলাকার মধ্যে কীভাবে ক্ষমতার দাপট দেখিয়ে চলবে।”

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, “৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ২০২৪ সালের স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগের বিনিমেয় বিজয় লাভ করেছি। এই দুটি বিজয়ই আমাদেরকে এই শিক্ষা দেয় যে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে নিজেদেরকে কাজ করতে হবে। প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে।”

এ দেশের ভালো মানুষ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারলে দেশটা ভালো হবে উল্লেখ করে বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “যদি চোর-চোট্টা ও খারাপ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, আমরা যত ত্যাগই করি না কেন, যত আশাই করি না কেন, তা দিয়ে সুন্দর বাংলাদেশ গঠন করা যাবে না।”

১০ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ডি এইচ বাবুল, সহ-সভাপতি আব্দুল্লাহ মজিদ, জাসাসের মহানগরের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন ও ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা।

রাকিব

×