ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সমন্বয়করা আমার বন্ধু, শুরু থেকেই গণঅভ্যুত্থানে ছিলাম: সাদিক কায়েম

প্রকাশিত: ১৮:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সমন্বয়করা আমার বন্ধু, শুরু থেকেই গণঅভ্যুত্থানে ছিলাম: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সম্পৃক্ততার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম জানান, "৫ই জুন খুনি শেখ হাসিনা কোটা বাতিল করে। ৫ জুন থেকে ৩৬ জুলাই পুরোটা সময়ই আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম মাঠ পর্যায়ের সমন্বয়কদের সাথে বিভিন্ন নীতিনির্ধারণার কাজে।"

তিনি আরও বলেন, "মূল সমন্বয়ক সারজিস, মাহফুজ, হাসনাতদের সাথে আমিও ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমাদের পরিচয় ছিল, আমরা এক্টিভিজম করেছি, একসাথে শুরু থেকেই যোগাযোগ ছিল। যেদিন আন্দোলনটি বাতিল হয় ঐদিনই নাহিদ, মাহফুজ, আসিফদের সাথে আমার আলাপ হয়। এভাবেই আমাদের জার্নিটা শুরু হয়।"

এছাড়াও তিনি জানান যে ২০১৮ সালে সড়ক আন্দোলনের সময় থেকেই তারা এক্টিভ ছিলেন। যাতে কোন ধরনের বিভাজন না হয় সেদিকে তাদের খেয়াল ছিল।

আবীর

×