ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥

প্রকাশিত: ১৮:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

গাজীপুর অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করতে মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারকারী ছাত্র নামধারী বহিরাগত পতিত স্বৈরাচারীর দোসর ও কুৎসারটনাকারিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মহানগরীর বাসন থানার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেইট এলাকায় জড়ো হয়। পরে একটি বিশাল মিছিল সহ নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনের সড়কে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রো বাসন থানার ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজ উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক হাজী লিটন মিয়া, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সোহেল রানা, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, শ্রমিক দল নেতা নুরুল ইসলাম সানি, যুবদল নেতা জাহিদ হাসান, ছাত্রদল নেতা শামীম আহমেদ, আব্দুল মান্নান, জাকারিয়া হাসান অনিক প্রমুখ।

বক্তারা বলেন, গাজীপুরে বিএনপির নেতাদের মধ্যে কোন্দল সৃষ্টি করার জন্য আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মদদপুষ্ট কিছু অপপ্রচারকারী বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে নেমেছে। তারা নানা অপপ্রচার চালিয়ে বিএনপিকে দুর্বল করতে চায়। এ সকল অপপ্রচারকারীকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সাজিদ

×