ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

তাদের মতো বয়সে শাহবাগ আন্দোলনে অপপ্রচারের বিরুদ্ধে সরব ছিলাম: আসিফ

প্রকাশিত: ১৭:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

তাদের মতো বয়সে শাহবাগ আন্দোলনে অপপ্রচারের বিরুদ্ধে সরব ছিলাম: আসিফ

ছবি: সংগৃহীত

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আসিফ সৈকত নতুন ছাত্র দলগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, বর্তমান প্রজন্মের ছাত্র রাজনীতিকরা ইসলামের বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল অবস্থান নিতে পারছে না।

নিজের ছাত্র রাজনীতির সময়ের প্রসঙ্গ টেনে তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, “তাদের মতো বয়সে আমি শাহবাগ আন্দোলনের সময় বিভিন্ন ব্লগ ও প্ল্যাটফর্মে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সরব ছিলাম। এখনো আমার অবস্থান পরিষ্কার—'যে যা ইচ্ছে করুক, কিন্তু আমার ধর্ম নিয়ে মশকরা বা উসকানি দিতে পারবে না'

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আসিফ

×