ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টিকে জোনায়েদ সাকির শুভেচ্ছা

প্রকাশিত: ১৭:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে জোনায়েদ সাকির শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

রাজনীতিবিদ জোনায়েদ সাকি জাতীয় নাগরিক পার্টির উত্থান প্রসঙ্গে বলেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল জন্ম নেবে সেটাই খুব স্বাভাবিক। এই তরুণরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই রাজনৈতিক সন্ধিক্ষণ, ইতিহাসের এই সন্ধিক্ষণ সেখানে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক-রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন যাত্রাকে সম্পন্ন করতে পারি। সেই সম্পন্ন করার প্রশ্নে আমাদের যে জাতীয় ঐক্যের জায়গা দরকার, নূন্যতম জাতীয় ঐক্য রক্ষা করে পারস্পরিক প্রতিযোগিতা-প্রতিদ্বন্দীতা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু আমাদের যে একটা ঐতিহাসিক নির্মাণের প্রশ্ন আছে, একটা রাষ্ট্র পুনর্গঠন করা, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত করা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা দেশের সকল মানুষের ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক কর্তব্য এবং সকলকে নিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কাজে আমরা সকলে যাতে ভূমিকা রাখতে পারি। বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে সেইখানে একসাথে চলার যে প্রয়োজনীয়তা সেটা এই নতুন দল স্মরণে রাখবে।"

আবীর

×