ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

মানিক মিয়া এ্যাভিনিউতে বাড়ছে মানুষের জমায়েত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: ১১:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

মানিক মিয়া এ্যাভিনিউতে বাড়ছে মানুষের জমায়েত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সবশেষ প্রস্তুতির চিত্র অনুযায়ী মঞ্চ তৈরির কাজ চলছে।

মানুষের উপস্থিতি অনেক বেশি বেড়েছে। সকাল ৮:০০ টায় কয়েকটি বাস এসে থেমেছিল। কয়েকটি জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছে। 

এখন ধীরে ধীরে মঞ্চের সামনে সেই জমায়েত বাড়ছে। কাল রাতে যারা রওনা করেছিলেন, তারা এরই মধ্যে এই অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেছেন। প্রতি ঘন্টায় এই উপস্থিতির সংখ্যা আরও বেশি বাড়বে।  

মানিক এভিনিউর সংসদ ভবনের সামনের, অর্থাৎ আসাদ গেট থেকে খামার বাড়ির দিকে যাওয়ার সড়কটি পুরোপুরিভাবে বন্ধ করে মূলত বেছে নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানের জন্য। সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে।  

প্রশাসনিক তৎপরতাও দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজ যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি—তাদের স্বেচ্ছাসেবকরাও তৎপর রয়েছেন। কমিটির সঙ্গে যুক্ত যারা আছেন, তারা সার্বিকভাবে প্রস্তুতিকে সফল করতে যত রকমের কর্মতৎপরতা চালানো প্রয়োজন, সেগুলো চালিয়ে যাচ্ছেন।  

শিলা ইসলাম

×