ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে এখন তুলে নিয়ে আসা সম্ভব হবে না: পুতুল

প্রকাশিত: ১১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে এখন তুলে নিয়ে আসা সম্ভব হবে না: পুতুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বর্তমান সংকট থেকে তুলে নিয়ে আসা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেল-এর সদস্য ফারজানা শারমিন পুতুল। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আপনি ১০০% কোঅপারেশন কোনোখান থেকেই পাবেন না? এবং এই মুহূর্তে ১০০% লেভেল প্লেয়িং ফিল্ড যেতে থাকবে—এই আশাটা করা আমাদের জন্য কি ঠিক হবে? না। 

তিনি আরও বলেন, একটি দল গঠিত হচ্ছে, যেই দলের নীতি নির্ধারকরা সরকারের থেকে বেরিয়ে গিয়ে পদত্যাগ করে করছে, আবার তাদেরই কিছু অংশ সরকারে থেকে যাচ্ছে। এটা অবশ্যই প্রশ্ন থাকবে। তিনবারের সরকারের শাসনামলে যে ধরনের ম্যানিপুলেশন সম্ভব হয়েছিল, ভবিষ্যতে তা আর সম্ভব হবে না বলে তিনি দাবি করেন। 

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চাহিদার কথা তুলে তিনি বলেন, আমাদের এখন বুঝতে হবে, বর্তমান প্রেক্ষাপটটা কী? এই প্রেক্ষাপটে আমি ১০০% কোনো কিছুই ভ্যালিডিটি নিয়ে আসতে পারবো না।

তবে ৯৫% গ্রহণযোগ্যতা নিয়েও যদি আমরা একটি নির্বাচন করতে পারি, সেটা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চাহিদা বলবো। এবং এটা প্রয়োজন। এর বাইরে অন্য কিছু করলে, বাংলাদেশকে এখন তুলে নিয়ে আসা সম্ভব হবে না। 

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1365286718166614&rdid=StL3H4YeBcW0KC6r

শিলা ইসলাম

×