ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ছাত্রদল আমাদের ডাকে সাড়া দেয়নি: মাসুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদল আমাদের ডাকে সাড়া দেয়নি: মাসুদ

ছবি: সংগৃহীত

“ছাত্রদলের মতো বড় বড় ছাত্র সংগঠনগুলো আমাদের ডাকে সাড়া দেয়নি”- বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এক বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি বন্ধ করার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন “আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছি যে হচ্ছে সবাই মিলে আমরা এক জায়গায় বসি সকল ছাত্র সংগঠন নিয়ে। আমরা যখন নয় দফা দিয়েছিলাম, সেই নয় দফার একটা দফা ছিল লেজুড়বৃত্তিহীন ছাত্র রাজনীতি। আমরা কয়েকবার বিভিন্ন ছাত্র সংগঠন গুলোকে আহ্বান করছি যে সকলে এক জায়গায় বসে আমরা একটা রূপরেখা তৈরি করি যেই রূপরেখার ভিত্তিতে আগামী বাংলাদেশের ছাত্র রাজনীতি পরিচালিত হবে। তখন বড় বড় ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল- এরা কিন্তু আমাদের ডাকে সাড়া দেয়নি।”

সূত্র: https://youtu.be/TI2MTYVf0Qc?si=Tc-NaVcGY11loj_n

এমটি

আরো পড়ুন  

×