ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করে সফল হতে পারছি না- জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন মাসুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করে সফল হতে পারছি না- জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন মাসুদ

ছবি: সংগৃহীত

এই রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে আমরা যেই কথাটা দিয়েছি, আমরা এক দফায় যে কথাটা দিয়েছি, আমরা বারবার চেষ্টা করেও সেইখানে সফল হতে পারছি না- বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এক বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর দ্বারে দ্বারে গিয়েছি, উনাদের অফিসে গিয়েছি। কিন্তু এই জায়গায় তারা ঐক্যবদ্ধ হতে আসেনি। আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছি। কথা দিয়ে দিয়ে বারবার আমাদের থেকে সরে যাচ্ছে। এই রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে আমরা যেই কথাটা দিয়েছি, আমরা এক দফায় যে কথাটা দিয়েছি, আমরা বারবার চেষ্টা করেও সেইখানে আমরা সফল হতে পারছি না।

মাসুদ বলেন, “শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা এক দফা দিয়েছিলাম। সেখানে আমাদের কথা ছিল যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব, পুরাতন রাজনৈতিক ব্যবস্থা ভেঙ্গে দিব, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবো। সেই জায়গা থেকে আমরা একটা জায়গায় ব্যর্থ হচ্ছি। আমাদের সেদিন আমাদের পাশে শেখ হাসিনার পতনের জন্য সব রাজনৈতিক দলকে পাশে পেয়েছি।

তিনি আরও বলেন, “কিন্তু দেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য আমরা যখন ফ্যাসিস্ট চুপ্পু, শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার জন্য যার আফসোস, যাকে শেখ হাসিনা ২৪ এর নির্বাচন সুন্দরভাবে করার জন্য রাষ্ট্রপতি বানিয়েছে (তার পদত্যাগের দাবি তুলেছিলাম) দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো আমাদের সেই জায়গায় বাধা দিয়েছে। যে সংবিধান বাকশাল দিয়েছে, রক্ষীবাহিনী দিয়েছে, সামরিক শাসন দিয়েছে, সেই সংবিধান পরবর্তীতে বারবার কাটাছেঁড়া (সংশোধন) করতে করতে ফ্যাসিবাদী ব্যবস্থা পর্যন্ত নিয়ে এসেছে, সেই সংবিধান যখন আমরা বাতিল করে আমরা বলেছি আপনারা সকলে মিলে আসেন, এসে আমরা একটি নতুন সংবিধান রচনা করি, সেই জায়গায় বাধা দিয়েছে। আওয়ামী লীগের ভাষায় তারা বলেছিল, এটা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে চলে যাবে।

সূত্র: https://youtu.be/TI2MTYVf0Qc?si=Tc-NaVcGY11loj_n

এমটি

আরো পড়ুন  

×