ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবিরই বেশি :সারোয়ার তুষার

প্রকাশিত: ১০:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবিরই বেশি :সারোয়ার তুষার

ছবি:সংগৃহীত

 

সারোয়ার তুষার একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করে বলেন, সাবেক শিবিরের সদস্যরা আমাদের সংগঠনে যোগ দিয়েছে।

 

 

তারা আর শিবিরের রাজনীতি অনুসরণ করে না এবং শিবিরের রাজনীতিকে ভুল মনে করে, এজন্য তারা আমাদের সংগঠনে এসেছে। একটি পত্রিকায় শিবির সম্পর্কে ভুল তথ্য প্রকাশিত হলে, আমরা শিবিরের পক্ষ নিয়ে আন্দোলন করেছি, কারণ আমরা সৎ। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবিরই বেশি ।

 

 

 

 

 তাদের সাথে মূলত দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ তারা তাদের দাবিগুলি সাংগঠনিক ফোরামে না এনে ফেসবুকে প্রকাশ করেন।

 

 

 

 

পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা দলে থাকবেন না। তিনি আরও বলেন, "যদি আপনি সাংগঠনিক ফোরামে না আসেন, তাহলে আমরা কীভাবে আপনার দাবিগুলি বুঝব?" তবে, আমরা মনে করি এটি তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী বলছেন। সংগঠন হিসেবে আমরা একত্রিত আছি, তবে এটাও বলা যাবে না যে সাবেক শিবিরের সদস্যদের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে।

আঁখি

আরো পড়ুন  

×