ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বড় দলগুলোর ব্যার্থতায় নতুন দলের আগমন :সারোয়ার তুষার

প্রকাশিত: ০৯:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বড় দলগুলোর ব্যার্থতায় নতুন দলের আগমন :সারোয়ার তুষার

ছবি:সংগৃহীত

বড় দলগুলোর ব্যার্থতায় নতুন দলের আগমন :সারোয়ার তুষার

সারোয়ার তুষার, একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে মন্তব্য করে বলেন, আমরা 'জাতীয় নাগরিক কমিটি' নামে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করি। তখন আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম, যার মধ্যে ৮টি দফা ছিল।

 

 

 

এই কার্যক্রমের মাধ্যমে শহীদ পরিবার এবং তরুণরা আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনুপ্রাণিত করেন। এর ফলস্বরূপ, গত ডিসেম্বরে আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছি। পরবর্তী দুই মাস আমরা কাজ করেছি এবং মতবিরোধ স্বাভাবিক, কারণ এখানে বিভিন্ন ধরনের তরুণরা যোগ দিয়েছে, যাদের ভিন্ন সাংস্কৃতিক পটভূমি এবং মতাদর্শ রয়েছে।

 

 

 

তারা নিজেদের পুরনো রাজনীতিকে ত্রুটিপূর্ণ মনে করে এবং সে কারণে নতুন রাজনীতির দলে যোগদান করেছে। বড় দলের ব্যর্থতায় নতুন দলের আগমন হয়েছে। তবে বিষয়টি এমন নয় যে রাতারাতি তারা সবকিছু শিখে ফেলবে, তাদের মধ্যে অবশ্যই অনেক মতবিরোধ থাকবে, কিন্তু তারা নিজেদের মধ্যে সেগুলো সমাধান করবে।

 

 

 

 

 

 

রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে এখনও কোনো মতবিরোধ হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন যে তারা কোনো পদ পাননি, তাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আঁখি

×