ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

কেন তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে! ব্যাখ্যা দিলেন হেলাল

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

কেন তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে! ব্যাখ্যা দিলেন হেলাল

ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন

সম্প্রতি বেসরকারি টেলিভিশনে এক টকশোতে তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে সঞ্চালকের এমন প্রশ্নের ব্যাখ্যায় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, এটি একটি ব্যক্তির মতামত। দলীয় বিষয় নয়। তারেক রহমান সম্পর্কে যেকোন ব্যক্তি বা নেতা কর্মী আবেগের তাড়নায় হয়ে কিছু একটা বলতেই পারে। এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার।

তিনি আরও বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান তিনি স্পষ্ট করে বলেছেন। আপনি যদি তারেক রহমানের বক্তব্য শোনেন। তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতি কোন দিকে ধাবিত হচ্ছে। আমাদের টোটাল রাজনীতিটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে। জনগণকে সঙ্গে নিয়ে। এখানে এই ধরনের কোন স্টেটম্যান কিন্তু কোন জায়গায় নেই।

মীর হেলাল উদ্দিন বলে, এই বিব্রতকর পরিস্থিতি যারা তৈরি করে তাদের দলীয় ফোরামে ডেকে সতর্ক করে দেওয়া হয়। যেটা আমাদের দলের আদর্শের সাথে। আমাদের নীতির সাথে যায় না। এই ধরনের কোন বক্তব্য যেন আমরা না দেই।

বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু জাতীয় সরকারের কথাও বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সিদ্ধান্তটা কারো উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের দলীয় একটা মিটিংয়ে গেছি। যেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা মিটিং। যেখানে দলের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমরা উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চেয়েছি যে তারা কাকে চায়। কারন স্বাভাবিক অর্থে একটা নির্বাচন যখন হবে। তখন কিন্তু মানুষ কাউকে না কাউকে চিন্তা করেই ভোট দেয়। তবে বেশিরভাগ মানুষের কাছে তারেক রহমানের নামটাই বেশি আসছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=PupuX384HLw

শহীদ

সম্পর্কিত বিষয়:

×