ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

জুলাই অভ্যুত্থান দিবস নাকি বিপ্লবী সরকার? যা বললেন সাদিক কায়েম

প্রকাশিত: ০১:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থান দিবস নাকি বিপ্লবী সরকার? যা বললেন সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম আজ এক সভায় জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আন্দোলনে আহত প্রায় ত্রিশ হাজার আহতের চিকিৎসা ও নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

সাদিক কায়েম বলেন, হাজারো প্রাণের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই অর্জন রক্ষা করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিবস ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা বিপ্লবী সরকার গঠন করব।"

সূত্র : https://youtu.be/nHmGA735ctc?si=HDVLWiYhvoeuPhPB

আসিফ

×