ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০১:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু ২৮ ফেব্রুয়ারি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের আশপাশে দলের যাত্রা শুরু হবে।

‘সকলকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান’

ভিডিও বার্তায় আখতার হোসেন দলটির শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং আগ্রহীদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা যারা ঢাকায় বা দেশের যেকোনো প্রান্তে আছেন, আপনাদের পক্ষে সম্ভব হলে আগামীকালের এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে অনুরোধ করছি।”

‘জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ’

এনসিপির আত্মপ্রকাশের পর জাতীয় নাগরিক কমিটির (জানাক) ভূমিকা কী হবে—এ নিয়ে কিছু সদস্যের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়েছে। এ বিষয়ে আখতার হোসেন স্পষ্ট করে বলেন, এখনো পর্যন্ত কোনো কমিটি বিলুপ্ত করা হয়নি। তবে নতুন রাজনৈতিক দলের কাঠামো অনুযায়ী জেলা, মহানগর, থানা এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনের সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক কমিটিকে সিভিল প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হবে, এবং নতুন রাজনৈতিক দলের কাঠামোর সঙ্গে এটি কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করা হচ্ছে।”

‘নতুন ধারার রাজনীতির অঙ্গীকার’

জাতীয় নাগরিক পার্টি ডান-বাম রাজনীতির সীমার বাইরে এসে মধ্যমপন্থী রাজনৈতিক দর্শন অনুসরণ করবে বলে আখতার হোসেন জানান। তিনি বলেন, “আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, “নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষার প্রশ্নকে সামনে রেখে, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দলটির যাত্রা শুরু হবে।”

‘সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান’

জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আখতার হোসেন বলেন, “জনস্বার্থের ভিত্তিতে নীতিনির্ধারণের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই আমরা।”

তিনি আশা প্রকাশ করেন, “সকল শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রজন্ম এবং সচেতন নাগরিকরা আমাদের সঙ্গে থেকে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।”

‘আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন’

আগামীকাল অনুষ্ঠানে দলের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। দলটির নেতারা আশা করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

মো. মহিউদ্দিন

×