ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য

বড় শক্তির সঙ্গে লড়তে পারবে নতুন দল! পুঁজি আসবে কীভাবে?

প্রকাশিত: ২২:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বড় শক্তির সঙ্গে লড়তে পারবে নতুন দল! পুঁজি আসবে কীভাবে?

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে এক দীর্ঘ কথাবার্তায় অংশ নিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। আলোচনায় উঠে এসেছে দেশের রাজনৈতিক বাস্তবতা, জনমতের পরিবর্তন, নতুন প্রজন্মের ভোটারদের মনস্তত্ত্ব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ।

অর্ক দেব মাহফুজ আলমকে প্রশ্ন করেন, বড় শক্তির সঙ্গে লড়তে পারবে নতুন দল? পুঁজি আসবে কীভাবে?

মাহফুজ আলমের মতে, নতুন রাজনৈতিক দল গড়ে তোলার ক্ষেত্রে অর্থের যোগান একটি বড় বাস্তবতা হলেও জনমতের প্রভাবকেও উপেক্ষা করা যায় না।

তিনি বলেন, শহরকেন্দ্রিক রাজনীতিতে বিএনপি তুলনামূলক কম ভোট পায়, যেখানে জামায়াতের তৃণমূল পর্যায়ে কিছু ভোটব্যাংক থাকলেও জাতীয়ভাবে তাদের অবস্থান দুর্বল। অন্যদিকে, শহরাঞ্চলে ধর্মনিরপেক্ষ মতাদর্শের আধিপত্য থাকায় নতুন দলগুলোর জন্য সম্ভাবনা তৈরি হতে পারে।

রাজনৈতিক সাংস্কৃতিক পরিসরে পরিবর্তন আসার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, নতুন প্রজন্মের ভোটারদের চাহিদা ও মনোভাব এখনো পুরোপুরি বোঝা যায়নি। ১৫ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের সুযোগ না থাকায় তাদের ভোট প্রদানের প্রবণতা অনিশ্চিত।

তবে তিনি মনে করেন, এই সুইং ভোটারদের টাকা দিয়ে কেনা সম্ভব নয়, বরং তারা চায় বাংলাদেশে সুন্দর জীবনযাত্রার সুযোগ তৈরি হোক। বিদেশগমনের প্রবণতা নয়, বরং কর্মসংস্থানের নিশ্চয়তা তাদের প্রধান চাহিদা। নতুন রাজনৈতিক দল যদি এই প্রত্যাশা পূরণ করতে পারে, তবে তাদের জন্য সম্ভাবনা উজ্জ্বল হতে পারে।

সায়মা ইসলাম

×