ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যে কারণে লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন আব্দুল কাদের

প্রকাশিত: ১৯:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

যে কারণে লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন আব্দুল কাদের

ছবি: সংগৃহীত

 

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

দুপক্ষের হাতাহাতির ঘটনায় এবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নবগঠিত ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে তৌহিদ মোহাম্মদ সিয়ামকে।

এছাড়া রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করে কমিটি ঘোষণা করা হয়েছে।

রাকিব

×