ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

৭১ এর পর থেকেই রাজনীতিতে কেন ঐক্য হলো না, জানালেন ডা. সায়ন্থ!

প্রকাশিত: ১৬:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

৭১ এর পর থেকেই রাজনীতিতে কেন ঐক্য হলো না, জানালেন ডা. সায়ন্থ!

ছবি: সংগৃহীত

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টক শোর জনপ্রিয় মুখ বিএসএম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ বলেন, বাংলাদেশে বারবার নানা উসিলায় গণঅভ্যুত্থান হয়। এবার বিপ্লবের কাছাকাছি কেউ বিপ্লব বলছেন কেউ গণঅভ্যুত্থান বলছেন। এত ভয়াবহ একটা বিপর্যয় থেকে দেশকে রক্ষা করলো। এই জাতি ১৯৭১ সালে দেশকে স্বাধীন করলো একটা যুদ্ধের মাধ্যমে। সবগুলোতেই পরে এসেই ঐক্যের অভাবের কারণেই কিন্তু আমাদের সব অর্জন ম্লান হয়ে যায়। 

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এতো জীবন দিয়ে, এতো সম্ভ্রমহানির পরে যে দেশ আমরা পেলাম সেই দেশে একটা দল আমরাই সব করেছি, আমরাই সব খাবো নীতির কারণেই কিন্তু জাতীয় ঐক্য হলোনা।

ডা. সায়ন্থ আরও বলেন, জাতীয় ঐক্য না হওয়ার কারণে সমাজতান্ত্রিক ধারণা নিয়ে জাসদ আলাদা একটা ধারা তৈরি করলো, স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে নানামুখী তৎপরতা শুরু করলো এবং এই বিভাজন এবং বিভেদের রাজনীতি দেশকে এগোতে দিলো না। ঠিক এই ২৪ গণঅভ্যত্থানের পরেও দেখেন আপনি যে এইখানে যে প্রচলিত ধারার যে পাওয়ার পলিটিক্স করার রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো একটা কৌশল আছে। তারা তো ক্ষমতার জন্যই রাজনীতি করেছে। অতীতে ক্ষমতায় ছিল, অতীতে পার্লামেন্ট মেম্বার হয়েছে বিভিন্ন দল থেকে। এখন এই দলগুিলি তো চাইবে নতুন কোন শক্তি তাদের জন্য যাতে থ্রেট হতে না পারে রাজনীতিতে। ফলে তাদের কৌশল নিয়ে তারা আগাবে। ছাত্ররা যে খুব স্মুথলি তাদের মত করে এগোতে পারবে এটা আশা করার কোনো কারণ নাই।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=RJXFq-f2jtQ

 

শিহাব

×