ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বিদেশে পলাতক ঋণখেলাপিদের আত্মসমর্পণের পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

প্রকাশিত: ১৫:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশে পলাতক ঋণখেলাপিদের আত্মসমর্পণের পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিদেশে পলাতক ঋণখেলাপিদের আমি অনুরোধ করবো আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আরযদি মনে করেন যে এভাবে চলে যাবে বাট আই ডোন্ট থিংক দ্যাট ইজ গোইং টু হ্যাপেন।দ্যাটস হাউ মেনি ইয়ারস আল্লাই জানে। দেয়ারফর আপানরা সারেন্ডার করেন। ফেস দি ইনকোয়ারি। আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে একসেপ্ট করতে হবে। আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন, অনেকেই সিটিজেনশীপ কিনেছে সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, আমি এটাই অনুরোধ করবো যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরদের সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আপানরা আসুন, মামলা ফেস করুন যদি মামলা হয়, যদি ইনকোয়ারি হয় ইনকোয়ারি ফেস করুন।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=-cMFFnG2V4o

শিহাব

×