ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

গত ১৭ বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি ঐক্যবদ্ধ ছিলো - আমিনুল হক

প্রকাশিত: ১৪:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

গত ১৭ বছর তারেক রহমানের নির্দেশে বিএনপি ঐক্যবদ্ধ ছিলো - আমিনুল হক

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন,কর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে যেভাবে আমাদের বহু ভাইদেরকে ঘুম করা হয়েছে হত্যা করা হয়েছে যেভাবে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার তার যে ভয়ানক ফ্যাসিস্ট ভয়ের যে চরিত্র ভয়ানক রুপ দেখিয়েছে।

সবকিছু উপেক্ষা করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই-আগস্টে বাংলাদেশ যখন স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ নতুন ভাবে জন্ম হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ আজকে দেশ জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং গত ১৭ বছর আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাই রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল অত্যন্ত সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল সেই উজ্জীবিত বিএনপি এবং উজ্জীবিত বিএনপির মাধ্যমে এবং ঐক্যবদ্ধ বিএনপি আজকে আবারো প্রমাণ করেছে যে বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূলের নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষ সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

তিনি আরো বলেন, আগামী স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার আমাদের সকলের । রাজনীতি হচ্ছে এদেশের সাধারণ মানুষের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে।

 দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং রাজনীতির যে ধারাবাহিকতা আমরা ভবিষ্যতেও চাই ধৈর্যের পরিচয় দিয়ে সহনশীল হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সাধারণ মানুষ এবং এদেশের জনগণের জন্য কাজ করে যাবে।

সূত্র :https://www.facebook.com/share/12DjvGjNfup/

ফয়সাল

×