ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

রাজনৈতিক দলগুলোর উচিত এই সরকারকে সহযোগিতা করা: ব্যারিস্টার খোকন

প্রকাশিত: ১৩:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজনৈতিক দলগুলোর উচিত এই সরকারকে সহযোগিতা করা: ব্যারিস্টার খোকন

ছবিঃ সংগৃহীত

সকল রাজনৈতিক দলের উচিত এই সরকারকে নিরপেক্ষভাবে এগিয়ে যেতে সাহায্য করা। এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির বর্ধিত সভা নিয়ে তিনি বলেন, "গত বছর আমরা সীমিত পর্যায়ে প্রোগ্রাম করেছি। এবার মাঠ পর্যায়ে সবাইকে নিয়ে এই বর্ধিত সভা। এই সভার প্রধান বিষয় গত ১৫ বছরের অভিজ্ঞতা, বর্তমান অবস্থা এবং এই মুহূর্তে করণীয় কি।"

"সামনে নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। কারা আন্দোলন, সংগ্রামে ছিল এসব কিছু নিয়েই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকনির্দেশনা দিবেন। পাশাপাশি আমাদের ৩১ দফা কর্মসূচি এবং সংস্কার নিয়েও আলোচনা হবে।"

ব্যারিস্টার খোকন আশাবাদী এই সম্মেলন সফল হবে বলে।

আবীর

×