ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন আর অনুষ্ঠিত হতে দেওয়া হবে না :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ১৩:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন আর অনুষ্ঠিত হতে দেওয়া হবে না :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ছবি:সংগৃহীত

১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন আর অনুষ্ঠিত হতে দেওয়া হবে না :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না। তিনি এসব কথা বরগুনা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন। 

এ সময় তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনসহ ছয়টি বিভাগের সংস্কার করে আগামী নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেন।

 

 

 

 

ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে ইসলামের চার খলিফার আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে, যা দেশের অর্থনীতির উন্নতি ঘটাবে। 

 

 

 

বক্তৃতা শেষে তিনি বরগুনা জেলার দুটি আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন এবং ডাঃ মোহাম্মদ সুলতান আহমেদ এর নাম ঘোষণা করেন।

আঁখি

×