ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সকল ইসলামিক দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ১১:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সকল ইসলামিক দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন সকল আলেম ওলামা, পীর মাশায়েকদের মধ্যে একটি নতুন চিন্তা সঞ্চারিত হয়েছে। সবাই ভাবছেন, 'আমরা এক হবো'।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বরগুনা পৌরসভার টাউন হল মাঠ প্রাঙ্গণে জামায়াতের বরগুনার জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।কর্মী সম্মেলনে সকল ইসলামিক দলকে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,"এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, আবার যদি আরেকটি ফ্যাসিবাদের উত্থান হয়, তবে এই জাতির দুর্ভোগ কখনোই শেষ হবে না। এখন আমাদের দেশের ভবিষ্যত কী হবে, সেটা নিয়ে জানি না।"


মিয়া গোলাম পরওয়ার দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সরকারের ব্যর্থতার সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন,"বরগুনাবাসী, আগামী নির্বাচনে ইনশাল্লাহ, আমরা আর ১৪, ১৮, ২৪ সালের মত নির্বাচন হতে দেবো না। এই রক্ত বৃথা যেতে দেবো না। নিরপেক্ষ নির্বাচন হলে, আমরা বরগুনায় দুইটি আসনে আমাদের প্রার্থীদের উপহার দিয়েছি-মাওলানা মহিবুল্লাহ হারুন এবং ডা. সুলতান।"


ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার,"এখন ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে।আমাদের আসন ছাড়তে হয়, আমি ছাড়ব, কিন্তু আমরা মুসলিম উম্মাহর ঐক্য চাই।'"
গোলাম পরওয়ার বলেন,“আলেম-ওলামা, পীর-মাশায়েখদের মধ্যে এখন ঐক্যের বিষয়ে গভীর চিন্তাভাবনা চলছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ছোট-বড় বিভিন্ন দলের মধ্যে ঐক্য গড়ার আলোচনা জোরদার হয়েছে।এই ঐক্য বজায় রাখতে এবং দলগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিত করতে ইসলামী নেতৃত্বের পক্ষ থেকে ইতিবাচক বার্তা এসেছে।  আমাদের আমিরে জামায়াত বলেছেন, 'যদি ৩০০ আসনের যেকোনো আসনে যদি আমাদের ছাড় দিতে হয়, আমরা তা ছাড় দেবো।তবে,মুসলিম উম্মাহর ঐক্য আমাদের প্রধান লক্ষ্য।"

তিনি আরও স্পষ্টভাবে বলেন, "আমরা সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানাই। কখনো নেতৃত্বের জন্য মাতুব্বারি করবো না।"

মিয়া গোলাম পরওয়ার ইসলামিক দলের মধ্যে ঐক্যের প্রতি এক অনন্য নিবেদন করেছেন, যেখানে সবাই তাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের উদ্দেশ্যে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো যোগ করেন,"এখন আমাদের লক্ষ্য একটাই,দেশকে মস্তানদের হাত থেকে রক্ষা করা।আমরা সকল ইসলামিক দলকে ঐক্যের আহ্বান জানাই, এবং আমিরে জামাতের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা কখনোই মাতুব্বারি করবো না।"
সূত্র:https://tinyurl.com/5n87fpjn

আফরোজা

আরো পড়ুন  

×