ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ঢাবির চামড়া তোলা যায় না: রনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবির চামড়া তোলা যায় না: রনি

ছবি: সংগৃহীত

“ঢাবি আর ছাত্রশক্তি এক জিনিস না। ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) চামড়া তোলা যায় না।- বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক আন্দোলনের কর্মী মহিউদ্দিন রনি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন।

রনি লিখেছেন, “ঢাবি আর ছাত্রশক্তি এক জিনিস না। ঢাবির চামড়া তোলা যায় না। ভাইয়া আপুরা বিষয়টা গুলিয়ে ফেলবেন না প্লিজ। বিভেদের রাজনীতি দেখতে বিশ্রী লাগছে। এসব বৈষম্যের জন্য আবু সাঈদ প্রাণ দেয় নাই। ঐক্যবদ্ধ হন।

উল্লেখ্য, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে রনি এই বার্তা দিলেন।

সূত্র: https://www.facebook.com/share/p/19rf3qwkmu/

এমটি

আরো পড়ুন  

×