ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

অজু নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলে বিএনপি নেতা বুলু

প্রকাশিত: ০৮:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

অজু নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলে বিএনপি নেতা বুলু

তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে- এমন বক্তব্যের জন্য দেশবাসীর কাছে মাফ চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের ফেরিফায়েড পেজ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে উল্লিখিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন দলটির সিনিয়র এ নেতা। 

ওই বিবৃতি বলা হয়, ‘গতকাল কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘অজ্ঞানতাবশত উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সাজিদ

×