ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

রগ কাটা অভিযোগ নিয়ে যা বললেন শিবির সভাপতি

প্রকাশিত: ০১:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রগ কাটা অভিযোগ নিয়ে যা বললেন শিবির সভাপতি

জাহিদুল ইসলাম

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলা ও রগ কাটার চেষ্টার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম এক বক্তব্যে তিনি বলেন, "শিবিরের বিরুদ্ধে যে রগ কাটার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।"

তিনি আরও জানান, ঘটনার শিকার শিক্ষার্থী একজন আঞ্জুমান কর্মী, যিনি ছাত্রলীগের কাছে বিভিন্ন তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

ছাত্রশিবির সভাপতি বলেন, "আমার সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ঘটনাটি মূলত কথার কাটাকাটি থেকে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। আহত শিক্ষার্থী হাঁটুর নিচে আঘাত পান এবং সেখানে সামান্য রক্তপাত হয়। কিন্তু পরে সকালে এটি রগ কাটার ঘটনা বলে প্রচার করা হয়, যা সত্য নয়।"

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্টের বরাত দিয়ে বলেন, "মেডিকেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আহত শিক্ষার্থীর পায়ের রগ কাটা হয়নি। ডাক্তাররাও এমন কোনো চিহ্ন পাননি।"

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। পরিস্থিতি বিশ্লেষণ করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

আশিক

সম্পর্কিত বিষয়:

×