ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলামোটরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে নতুন ছাত্রসংগঠনে পদবঞ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

এর আগে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’র কমিটি ঘোষণা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
 
সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ করেন, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

এরপর, রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
 

শহীদ

সম্পর্কিত বিষয়:

×