ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কেন নিজের নাম-পরিচয় গোপন রেখেছিলেন শিবির সভাপতি সাদিক কায়েম?

প্রকাশিত: ২৩:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কেন নিজের নাম-পরিচয় গোপন রেখেছিলেন শিবির সভাপতি সাদিক কায়েম?

ছবি: সংগৃহীত

শিবির সন্দেহে নিহতদের নিয়ে সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যে শিবির নেতা সাদিক কায়েম বলেন, "যখন পরিচয় প্রকাশ করা যেতো না, তখন নাম গোপন রেখে আন্দোলনে অংশ নিতে হতো।"

তিনি আরও বলেন, শিবির সন্দেহে কাউকে মেরে ফেলা বৈধ বলে যে মানসিকতা তৈরি হয়েছিল, তা নতুন বাংলাদেশে হতে পারে না।

সাদিক কায়েম তার বক্তব্যে দাবি করেন, ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াই মূল বিষয় হওয়া উচিত এবং রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ছাত্রকে পিঠিয়ে মারার সংস্কৃতির অবসান হওয়া দরকার।

তিনি বলেন, শিবির সন্দেহে মেরে ফেলা কোনোভাবেই বৈধ হতে পারে না এবং এর মাধ্যমে একটি বিভাজনমূলক সমাজ তৈরি করা হচ্ছে যা দেশের ভবিষ্যতের জন্য হানিকর।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাইয়ের ২৬ তারিখে দেশব্যাপী আন্দোলনের সময় বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় স্টেকহোল্ডারের সাথে যোগাযোগ রেখে, নিজের পরিচয় ছদ্মনামে 'সালমান' ব্যবহার করেছিলেন। তার মতে, এসময় নিরাপত্তার কারণে এবং আন্দোলনের সামগ্রিকতা বিবেচনায় তিনি এই নাম ব্যবহার করেছিলেন।

শহীদ পরিবারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা সাদিক কায়েম বলেন, তার দল শহীদ পরিবারের স্বীকৃতি ও চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু সরকারের যথাযথ পদক্ষেপের অভাব তাকে ব্যথিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবার এবং আহতদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে, এবং এর জন্য তিনি প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিষয়ে সাদিক কায়েম আরও বলেন, "আমরা কখনোই ক্ষমতার মোহে আচ্ছন্ন হইনি, শহীদ পরিবার ও আহতদের জন্য কাজ করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করতে চেষ্টা করেছি এবং এখনও করছি।"

ভিডিও দেখুন: https://youtu.be/pktC1cZq-8A?si=KtJeB6gvx3wOhYZq

এম.কে.

×