ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

দেশের সব মানুষ মিলেমিশে থাকাই শান্তি ও গর্বের বিষয়: জামায়াত আমির

প্রকাশিত: ২০:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দেশের সব মানুষ মিলেমিশে থাকাই শান্তি ও গর্বের বিষয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশে শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সব মানুষ মিলেমিশে থাকাই শান্তি ও গর্বের বিষয়।"

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনাবলী অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করা উচিত, যাতে দেশের জনগণ প্রকৃত সত্য জানতে পারেন।

ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সকলকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

ভিডিও দেখুন: https://youtu.be/g1Pzm4du1FQ?si=YcxQGzxhhPh82O0c

এম.কে.

×