ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

রুহুল কবির রিজভী

স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাজের দক্ষতা দেখাতে পারছেন না

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাজের দক্ষতা দেখাতে পারছেন না

ছবিঃ রুহুল কবির রিজভী, সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও দক্ষতা দেখাতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর ক্যানসার আক্রান্তদের সহায়তা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। রাস্তা-ঘাটে সন্ত্রাসীদের উৎপাত চলছে, ব্যবসায়ীদের লুটপাট ও নারীদের ওপর নির্যাতন থামছে না।”

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করা।”

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয় উল্লেখ করে রিজভী বলেন, “কে কত সমাজসেবা করেছে, সেটাই রাজনৈতিক ক্যারিয়ারের মূল ভিত্তি হওয়া উচিত।”

জাফরান

×