ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভিতরের রং তরুণ: জামায়াত আমির

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভিতরের রং তরুণ: জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভিতরের রং তরুণ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমি যুবকদের বার্তা দিতে চাই, আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি-দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জে উঠতে হবে। জেগে উঠতে হবে। আমিও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমার বাহ্যিক রং সাদা হলেও বুকের ভিতরের রং তরুণ। মানুষের মুক্তির মিছিলে আমি পিছিয়ে থাকবো না। তোমাদের সামনে থাকবো।  

জামায়াত আমির বলেন, আমাদের কেউ কেউ ভয় দেখায়, তারা বলে যে ‘এই হলে’ ‘ওই হলে’ আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে। আরে ভাই কাকে ফাঁসির ভয় দেখান। যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ। এই ভয় করলে আমাদের নেতাদের ফাঁসির পাটাতনে দাঁড়াতে হতো না। সুতরাং আমাদের ফাঁসির ভয় দেখাবেন না।

 

সূত্রঃ https://youtu.be/-eoII5VtfGc?si=6kvmOiBw0Owauh2Y

রিফাত

×