ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

মব জাস্টিস আসলে জাস্টিস না, এটা প্রতিক্রিয়া: মেহেদী হাসান

প্রকাশিত: ১৬:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মব জাস্টিস আসলে জাস্টিস না, এটা প্রতিক্রিয়া: মেহেদী হাসান

ছবিঃ সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমালোচক মেহেদী হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, মব জাস্টিস আসলে জাস্টিস না, এটা প্রতিক্রিয়া। মব জাস্টিস কখনোই কাম্য নয়। একজন ভয়ংকর খুনীরও জন্যও মব জাস্টিস জাস্টিফায়েড না।  

তিনি বলেন, মব জাস্টিস কেন হয়? 
যখন জাস্টিস থাকে না, তখন মব জাস্টিস প্রিভেইল করে। এটা যথাযথ কোন জিনিস না। কখনো অপরাধী অপরাধের চেয়ে বেশি শাস্তি পায়, কখনো নিরপরাধও শাস্তি পায়।   

এজন্য এটা কাম্য নয়। কিন্তু যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, যখন জনজীবনে আতঙ্ক নেমে আসে, তখন মব জাস্টিস একটা প্রয়োজনীয় জিনিস। এই যে ছিনতাইকারী ধরে পেটাচ্ছে জনগণ, দেখবেন এদের দৌরাত্ম্য অচিরেই কমে আসবে।   

তবে, জনগণকে যেন আইন হাতে তুলে নিতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকেই। কারণ, জনগণকে আইন হাতে তুলে নিতে হলে সেই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র গণ্য করা হয়।

আল্লাহ ও রাসূল (সা:) এর কটূক্তির ইস্যুতেও সরকারের এটা বোঝা উচিত। সরকার ব্যবস্থা না নিলে, তৌহিদি জনতা কিন্তু মাইর শুরু করে দিবে। একটা আগুন পুষছে সরকার, বিস্ফোরণ শুধু সময়ের অপেক্ষা। রাখাল রাহার খুটির জোর কোথায়? এতকিছুর পরেও তার কোন বিচার হবে না? সরকার রাখাল রাহাকে বাঁচাতে অনেক বড় রিস্ক নিচ্ছে।   

রিফাত

×