ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

আসন্ন জাতীয় নির্বাচনে সম্ভাব্য তিন জোট

প্রকাশিত: ১২:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনে সম্ভাব্য তিন জোট

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তিনটি নতুন জোটের উত্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনে সম্ভাবনাময় দলগুলো বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির মাধ্যমে অংশ নিতে পারে। বিশেষ করে, বিএনপির সাম্প্রতিক চীন সফরে সঙ্গে থাকা দলগুলোর সঙ্গে তাদের জোট গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে, জামায়াতের উদ্যোগে দেশের বিভিন্ন ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা চলছে। এদিকে, ছাত্র ও তরুণ নেতৃত্বের নতুন রাজনৈতিক শক্তি আপাতত কোনো জোটে যুক্ত হচ্ছে না বলে জানা গেছে। বরং তারা নিজেরাই নতুন একটি জোট গঠনের পথে এগোচ্ছে।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আব্দুর রহমান ফুয়াদ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মনে করেন, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতির চেয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখা গণতন্ত্রের জন্য ইতিবাচক হতে পারে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, "রাজনৈতিক দলের জবাবদিহিতা না থাকলে সুশাসনের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়। এজন্য সুসংগঠিত বিরোধী দল গঠনের প্রয়োজন রয়েছে।"

নুরুল হক নুর বলেন, "বিগত সময়ের অভিজ্ঞতা বলে, ছোট দলগুলো যদি বড় দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তাদের স্বকীয়তা হারিয়ে যায়। আমরা শোষণ-নিপীড়নের শিকার হয়েছি দু-একটি আসনের জন্য নয়। যদি আমাদের উদ্দেশ্য শুধু আসন ভাগাভাগি হতো, তাহলে আওয়ামী লীগের সময়েও আমরা কয়েকটি আসন নিয়ে নিতে পারতাম।"

সূত্র : https://youtu.be/VzrDk41P0Ao?si=_-9dlGqNqbBHjhBM

আসিফ

×