ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ফাহাম আব্দুস সালাম

ছাত্ররা যে রাজনৈতিক দল করছে - সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্ররা যে রাজনৈতিক দল করছে - সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ

ছবিঃ ফাহাম আব্দুস সালাম ,সংগৃহীত

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে তিনি ছাত্রদের নতুন রাজনৈতিক উদ্যোগের প্রশংসা ও সমর্থন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "ছাত্ররা যে রাজনৈতিক দল করছে - সেটা এক আশা জাগানিয়া উদ্যোগ।" এছাড়া, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে এই তরুণরা জাতির ক্রান্তিলগ্নে মানুষের মন থেকে নৈরাশ্য দূর করে এবং আশার সঞ্চার করে।

ফাহাম আরও উল্লেখ করেছেন, নাহিদ ইসলামের পদত্যাগ করে নতুন দল নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন এবং তার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে সতর্কতা ও পরামর্শ দিয়ে বলেন, "আপনাদের এই পথ চলা হোক মীনিংফুল। এই জার্নিতে আপনারা অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই - আল্লাহ না করুক - আশাও হয়তো হারাবেন।" তিনি আরও যোগ করেন, জীবনের অর্থবহ যাত্রায় সংগ্রাম ও আশাহত হওয়া স্বাভাবিক, তবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

তিনি সততা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, "কিন্তু সততা ধরে রাখবেন। এই দেশের মানুষ, আপনাদের ভালোও বাসবে। শুধুমাত্র সততার জন্য এই দেশের মানুষ ৬ খুন মাফ করে দেয়।" এছাড়া, তিনি পরামর্শ দেন যে, সকলের পরামর্শ শোনা উচিত নয়; যা সঠিক ও প্রয়োজনীয়, সেটাই করা উচিত। তিনি বলেন, "দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যাবেন না। যা রাইট - যা দরকারী - সেটাই করবেন।"

শেষে, ফাহাম আব্দুস সালাম উল্লেখ করেন, "শুধু মনে রাখবেন যে ৭৫ বছরের নাহিদ যেন অপমানিত না হয় আপনার কাজে। খোদাতালা আপনাদের পথচলা সহজ করে দিন।" তার এই স্ট্যাটাসটি ছাত্রদের নতুন রাজনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন ও পরামর্শ প্রদান করে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।

জাফরান

×